March 19, 2024

প্রশান্ত ত্রিপুরা

প্রশান্ত ত্রিপুরা নৃবিজ্ঞানে পড়াশুনা, গবেষণা ও শিক্ষকতার সাথে সংশ্লিষ্ট রয়েছেন, এবং মাঝে উন্নয়ন খাতেও পূর্ণকালীন কাজ করেছেন। নৃবিজ্ঞানে ম্যাসাচুসেটসের ব্র্যান্ডাইজ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও ক্যালিফর্নিয়ার বার্কলে বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পর্ব সমাপ্ত করার পর তিনি একই বিষয়ে জাহাঙ্গীরনগরে শিক্ষকতা করেন। মাঝে বেশ কিছুকাল উন্নয়ন খাতে কাজ করার পর সম্প্রতি তিনি আবার খন্ডকালীন শিক্ষকতায় যুক্ত হয়েছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে। গবেষক ও পরামর্শক হিসাবে যেসব ক্ষেত্রে তিনি কাজ করেন সেগুলির মধ্যে রয়েছে পরিচয়ের রাজনীতি, প্রান্তিকতার ইতিহাস ও রাজনৈতিক অর্থনীতি, প্রতিবেশ, বহুভাষিক শিক্ষা এবং স্থানীয় শাসনব্যবস্থা। ‘পার্বত্য চট্টগ্রামে জুমচাষ’ (২০০৩) শিরোনামে তাঁর একটি গ্রন্থাকারে প্রকাশিত গবেষণাকর্ম রয়েছে, যেটির তিনি ছিলেন প্রধান গবেষক/লেখক। এছাড়া বাংলাদেশের উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কর্তৃক স্নাতক পর্যায়ের জন্য লিখিত ‘সাংস্কৃতিক নৃবিজ্ঞান পরিচিত’ (২০০২) নামের পাঠ্যপুস্তকের একজন অন্যতম লেখক তিনি। বাংলা ও ইংরেজি উভয়ভাষায় বেশ কিছু গবেষণামূলক প্রবন্ধ ও সাধারণ পাঠকদের জন্য লেখা তাঁর অনেকগুলি নিবন্ধ বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে।