April 26, 2024

Sohul Ahmed

সহুল আহমদ : লেখক, অনুবাদক ও অ্যক্টিভিস্ট। পড়াশোনা শাবিপ্রবিতে; বর্তমানে একটি গবেষণা প্রতিষ্ঠানে চাকরি করেন। ‘রাষ্ট্রচিন্তা’ জার্নাল ও ‘অরাজ’ এর সম্পাদনার সঙ্গে যুক্ত। আগ্রহের বিষয় ইতিহাস, মুক্তিযুদ্ধ, জেনোসাইড, সহিংসতা, রাজনীতি, বিউপনিবেশায়ন ও ধর্ম। প্রকাশিত বই: মুক্তিযুদ্ধে ধর্মের অপব্যবহার; জহির রায়হান: মুক্তিযুদ্ধ ও রাজনৈতিক ভাবনা; সময়ের ব্যবচ্ছেদ (সহ-লেখক সারোয়ার তুষার)। অনুবাদ: ইবনে খালদুন: জীবন চিন্তা ও সৃজন। প্রকাশিতব্য গ্রন্থ : শ্বাস নেয়ার লড়াই : রাষ্ট্র, স্বাধীনতা ও নাগরিক অধিকার; সাম্প্রদায়িকতা (সহ-লেখক সারোয়ার তুষার)।